শরীয়তপুর জেলায় শহীদ মুক্তিযোদ্ধাগণের তালিকা ও সংক্ষিপ্ত বিবরণ

মহান মুক্তিযুদ্ধে বর্তমানশরীয়তপুর ৮ নং সেক্টরের অধীনেছিল। এ সেক্টরের নেতৃত্ব দেন মেজর ওসমান পরবর্তীতে মেজর মঞ্জুর সেক্টর কমান্ডারের দায়িত্ব পালনকরেন। নিম্নে এ জেলায় শহীদ মুক্তি যোদ্ধাগণের তালিকা ও সংক্ষিপ্ত বিবরণ প্রকাশ করা হলো।

নাম                   : শহীদ আক্কাস আলী বিএ

পিতা                 : আরব আলী

ঠিকানা              : মহিসার, ভেদরগঞ্জ, শরীয়তপুর।

যুদ্ধের বিবরণ     : ১৯-৭-৭১ তারিখে আঃ মান্নান এর নেতৃত্বে উত্তর মহিষার এলাকায় যুদ্ধে শহীদ হন।

সমাধি স্থল          : মহিষার উচ্চ বিদ্যালয় আধাপাকা কবর।

 

নাম                   : শহীদ সরদার মহিউদ্দিন

পিতা                 : মইস সরদার

ঠিকানা              : পম, ছয়গাও, ভেদরগঞ্জ, শরীয়তপুর।

যুদ্ধের বিবরণ     : ৭৯ ই/৮ ১০-১০-৭১ তারিখে আঃ মান্নানের নেতৃত্বে ২য়বার ভেদরগঞ্জ থানা আক্রমণে শহীদ হন।

সমাধি স্থল          : সাজনপুর বাজার ইপিআরের সামনে কাঁচা কবর।

 

নাম                   : শহীদ আব্দুল মান্নান রাড়ী

পিতা                 : মৃত রিয়াজউদ্দিন রাড়ী

ঠিকানা              : গ্রাম: সালধ পো: পন্ডিতসার, নড়িয়া, শরীয়তপুর।

যুদ্ধের বিবরণ     :  ২০-৯-৭১ তারিখে মুক্তিযোদ্ধারা পালং থানা আক্রমণ করলে সম্মুখ যুদ্ধে শহীদ হন আব্দুল মান্নান

সমাধি স্থল          : নিজ গ্রামে কাঁচা কবর।

 

নাম                   : আবু তাহের খলিফা

পিতা                 : মৃত সোনা মিয়া

গ্রাম                   : খেনামী,  পো: বিলাস, থানা: পালং জেলা: শরীয়তপুর

যুদ্ধের বিবরণ     : ২০-৯-৭১ তারিখে মুক্তিযোদ্ধারা পালং থানা আক্রমন করলে সম্মুখ যুদ্ধে শহীদ হন।

সমাধি স্থল          : পালং থানার আটি পাড়া গ্রামে কাঁচা কবর

 

নাম                   : শহীদ আহসান

ঠিকানা              : দক্ষিণ ডামুড্যা,  ডামুড্যা, শরীয়তপুর।

যুদ্ধের বিবরণ     : ১৫-৯-৭১ তারিখে ডামুড্ডা বাজারের পাকবাহিনীর সাথে প্রত্যক্ষযুদ্ধে শহীদ হন।

সমাধি স্থল          : শহীদের সমাধিগণ কবর হিসেবে মহিষার ইউনিয়নের মহিষার মৌজার হানিফ আলী হাওলাদারের বাড়ীর উত্তর পাশের গণকবর।

 

নাম                   : শহীদ শহিদুল্লাহ

পিতা                 : শরীফ সরদার

ঠিকানা              : গ্রাম: পম, পো: সাজনপুর, ভেদরগঞ্জ, শরীয়তপুর

যুদ্ধের বিবরণ     : ১৫-১০-৭১ তারিখে মান্নান রাড়ীর নেতৃত্বে ডামুড্যা থানা আক্রমণেশহীদ হন।

সমাধি স্থল          : নিজ বাড়ী পাকা কবর

এছাড়াওঅন্যান্য জেলার যে সকলবীরমুক্তিযোদ্ধাগণ শহীদ হন আইয়ুব আলী, আঃগফুর ভাল , আব্দুলবাকী,  শহীদ খোরশেদ (শিবচর), শহীদ হান্নান (কাশিয়ানি), শহীদ মান্নান (কাশিয়ানি)

সুত্র: বাংলাদেশেরমুক্তিযুদ্ধ (সপ্তম খন্ড) (২০০৮), প্রকাশনায় : বাংলাদেশ সেনাবাহিনী, সেনাসদর, শিক্ষাপরিদপ্তর

আপনার মতামত দিন