রামভদ্রপুর রেবতি মোহন উচ্চ বিদ্যালয়

RAMVADRAPUR REBOTI MOHON HIGH SCHOOL
EIIN-113501

সংক্ষিপ্ত বর্ণনা

ভেদরগঞ্জ উপজেলা সদর হতে প্রায় ৭ কিঃ মিঃ উত্তরে ভেদরগঞ্জ –মাওয়া সড়ক সংলগ্ন পশ্চিম পাশে অবস্থিত ।রামভদ্রপুর ইউনিয়নের প্রাণ কেন্দ্র সেনের বাজার এর উত্তরে ।বিদ্যালয়টির আকার L (এল)আকৃতি যার আয়তন প্রায় ৮১৭০ বর্গফুট।

ইতিহাস

ভেদরগঞ্জ উপজেলায়ধীন রামভদ্রপুর  ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের অধিবাসী “সন্তুষ কুমার দে”যিনি পূর্বে বার্মা (মিয়ানমার)চাকুরীরত ছিলেন। তিনি এখানে এসে বৃটিশ আমলে তার পিতা রেবতী মোহন দে’এর নামানুসারে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

ভবিষৎ পরিকল্পনা

*বিদ্যালয়টি আধুনিক ও জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করা।

* বিদ্যালয়টিকে কলেজে উন্নিত করা।

* ভৌত অবকাঠামোর উন্নয়ন সাধন করা।

* সংস্কৃতি উন্নয়নের জন্য সহ-পাঠ ক্রমিক কার্যবলীর অংশ হিসাবে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠা করা।

রামভদ্রপুর রেবতি মোহন উচ্চ বিদ্যালয়
রামভদ্রপুর ইউনিয়নের প্রাণ কেন্দ্র সেনের বাজার এর উত্তরেমোবাইলঃ (প্রধান শিক্ষক) +8801754540974e-mail: ramvadrapur@gmail.com
http://deb113501.dhakaeducationboard.gov.bd/

মোবাইল নং-০১৭১৪৬৬৫৯৫৫

আপনার মতামত দিন

×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× How can I help you?