জেলার ভেদরগঞ্জ উপজেলার বুড়ির হাট মসজিদটি খুবই বিখ্যাত এবং ইসলামী স্থাপত্যকলার নিদর্শন। এ মসজিদ শরীয়তপুর জেলার সর্বোৎকৃষ্টের মধ্যে একটি।
যোগাযোগ ব্যবস্থাঃ ঢাকা থেকে মাওয়া আসার পর লঞ্চ, সী-বোট, ট্রলার বা ফেরী যোগে নদী পারাপার হয়ে মাঝির ঘাট। মাঝির ঘাট থেকে বাস যোগে সরাসরি শরীয়তপুর সদর হয়ে বুড়ির হাট মসজিদ।

শরীয়তপুর পোর্টাল শরীয়তপুর জেলা বিষয়ক অনলাইন তথ্য পোর্টাল
আপনার মতামত দিন