নাহিম রাজ্জাক

পদবী ঃ বর্তমান সংসদ সদস্য শরীয়তপুর ০৩,

শরীয়তপুর 03, জন্ম : ১৯৮১ সালের ৭ ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন।
নাহিম রাজ্জাকের জন্ম ১৯৮১ সাল। ৮ম শ্রেনী পর্যন্ত পড়েছেন ঢাকার গভ. ল্যাবরেটরী স্কুলে এসএসসি লেভেল পাস করছেনে দার্জিলিং এর সেন্ট পলস থেকে এবং এইচএসসি ভারতের আজমীরি মেও কলেজ থেকে।বিবিএ ও এমবিএ করেছেন লন্ডন থেকে।
তার পিতা বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুর রাজ্জাক। পৈতৃক নিবাস ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা। তিনি পিতার মৃত্যুর পর উপ-নির্বাচনে শরীয়তপুর ০৩ সংসদীয় আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালের নির্বাচনে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি একজন তরুণ প্রগতিশীল রাজনীতিক। রাজনীতির পাশাপাশি তিনি সমাজ উন্নয়নে ব্যপক ভুমিকা রাখছেন। পেশা ব্যবসা।

Nahim is one of the youngest Parliamentarians in Bangladesh and considered as one of the leading law-maker to promote the concept of YOUTH IN NATION BUILDING as the convener of the National Youth Platform called YOUNG BANGLA.

 

————————–——————

সুত্র: শরীয়তপুর সম্পর্কিত বইপত্র ও ইন্টারনেট।

আপনার মতামত দিন