জেলা প্রশাসক

জনগণকে সহজে তথ্য ও সেবা প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুর নিচতলায় ১০৪ নং কক্ষে ফ্রন্ট ডেস্ক স্থাপন করা হয়েছে। ফ্রন্ট ডেস্কের মাধ্যমে দ্রুত জনসেবা প্রদানের লক্ষ্যে এখানে ইন্টারনেট সুবিধাসহ কম্পিউটার ও টেলিফোন সংযোজন করা হয়েছে । ফ্রণ্ট ডেস্ক হতে অফিস চলাকালে একজন কর্মকর্তার তত্ত্ববাবধানে সার্বক্ষণিকভাবে একজন অফিস সহকারী জনগণকে বিভিন্ন তথ্য প্রদান করছেন এবং বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগের জন্য সহায়তা করছেন। ফ্রন্ট ডেস্কে আপনার কোনো আবেদনও জমা দিতে পারেন। আমাদের ফ্রণ্ট ডেস্ক ভিজিট করার সময় এখানে রক্ষিত রেজিস্টারে আপনার নাম ঠিকানাও রেখে যেতে পারেন যাতে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে চাহিত তথ্যাদি আপনাকে দেয়া যায়।

ফ্রণ্ট ডেস্কের ফোন নম্বরঃ ০৬০১-৫১৩৪৬

ই-মেইল ঠিকানাঃ dcshariatpur@mopa.gov.bd

ফ্রণ্ট ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবী ও ফোন নম্বর

 

ক্রঃ নং

নাম

পদবী

ফোন নম্বর

০১

জনাব মোঃ আমিনুল ইসলাম

সহকারী কমিশনার 

 

০১৭৭৫৬৬১৪৫৮

 

 

 

[siteorigin_widget class=”tie_text_html”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”ShowebloginFacebookPagePlugin”][/siteorigin_widget]

আপনার মতামত দিন