জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকাল: ২০১২ খ্রিষ্টাব্দ
ধরণ : বেসরকারী বিশ্ববিদ্যালয়।
অনুমোদনকারীঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)
ঠিকানাঃ মধুপুর, কার্তিকপুর,ভেদরগঞ্জ, শরীয়তপুর।

ওয়েবসাইট: www.Zhsust.edu.bd.

প্রতিষ্ঠাতা: বিশিষ্ট শিল্পপতি জয়নুল হক সিকদার ।


শরীয়তপুর জেলা ও বাংলাদেশে বিশ্ববিদ্যালয়টির বিশেষত্বঃ 
————————–————————–———————-
১. সবুজ প্রাকৃতিক পরিবেশে শহুরে কোলাহল মুক্তদেশের একমাত্র বেসরকারী বিশ্ববিদ্যালয়;
২. বাংলাদেশের অন্যতম আবাসিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়;
৩. জেলার একমাত্র ও প্রথম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়;
৪. শরীয়তপুর জেলার একমাত্র ও প্রথম বেসরকারী ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;
৫. শরীয়তপুর জেলা প্রশাসন কর্তৃক ”দর্শনীয় স্থান” হিসাবে স্বিকৃত;

শরীয়তপুর ছাড়া দেশের বিভিন্ন জেলার ছাত্র-ছাত্রী গণ এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে।

* নির্দিষ্ট শর্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা যায়।

* ক্যাম্পাসের পাশে মিনি চাইনিজ ও রেস্তোরা রয়েছে।

যাতায়াত:  শরীয়তপুর থেকে বাসে অথবা অটোতে করে ভেদরগঞ্জ গিয়ে রিক্সায় করে বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায়।

আপনার মতামত দিন