সংগঠনের ধরণঃ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, অলাভজনক, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
লক্ষ্যঃ সমাজের ভালো ভালো কাজের সাথে যুক্ত থাকা।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ
১) মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান।
২) গরীব শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন।
৩) গরীব,দূঃস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা শিবির।
৪) স্বেচ্ছায় রক্তদান শিবির।
৫) বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে(ঝড়, বন্যা,ভুমিকম্প,শৈত্যপ্রবাহ) ত্রাণ,বস্ত্র ও কম্বল দিয়ে সহয়তা প্রদান।
৬) বিভিন্ন নির্মাণাধীন ধর্মীয় স্থাপনায় আর্থিক অনুদান প্রদান।
৭) বেকারত্ব সমস্যা নিরসনে চাকরির মেলা আয়োজন করে, চাকরির ব্যবস্থা করে দেওয়া।
৮) মাদকমুক্ত গোসাইরহাট উপজেলা গড়ে তোলা।
৯) নির্যাতিত নারী/পুরুষের অধিকার প্রতিষ্ঠায় সুচিন্তিত মতামত প্রদান ও কর্মসুচী গ্রহণ। একটি সুখি দম্পতি হচ্ছে একটি সুখি সমাজের চিত্র।
১০) যৌতুক,বাল্যবিবাহ ও বিবাহবিচ্ছেদ প্রতিরোধে বৈধ ব্যবস্থা গ্রহন।
১১) প্রবীণদের সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরন কর্মসুচী গ্রহণ।
১২)বৃক্ষ রোপন কর্মসূচী
১৩)ক্যান্সার সহ বিভিন্ন ঘাতক ব্যাধিতে আক্রান্ত রোগিকে আর্থিক সহায়তা প্রদান।
কমিটিঃ সভাপতি ইব্রাহিম ফারুক ও সাধারণ সম্পাদক কুসুম শাহজাহান
কার্যক্রমঃ
- রাষ্ট্রে বিশেষ অবদান রাখার জন্য এলাকার প্রতিষ্ঠিত ব্যক্তিদের গুণীজন সংবর্ধনা দেয়া;
- গরীব, দুঃখী মানুষের ভাগ্যের উন্নয়নে ভুমিকা রাখা
- ফাউন্ডেশনের মাধ্যমে মেডিকেল ক্যাম্পেইন;
- ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান;
- মাদক বিরোধী প্রচার প্রচারণা;
- এলাকার গরীব দুঃস্থদের বিবাহ অনুষ্ঠানে সহায়তা;
- অসহায় নিস্বঃ জনগণকে চিকিৎসায় সহায়তা করা;
সাম্প্রতিক কার্যক্রমের ফটো
উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসুচী
গোসাইরহাটের উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন (UGF) এর উদ্যোগে ২৩ আগষ্ট শুক্রবার উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনায় বৃক্ষ রোপণ করা হয়েছে।শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন এ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন গোসাইরহাট সরকারি শামছুর রহমান কলেজের অধ্যক্ষ বিশ্বনাথ দাস, ইদিলপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন, ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রবীন শিক্ষক সাহাবুদ্দিন স্যার, গোসাইরহাট সিরাজ উদ্দিন কওমি মাদ্রার প্রবীন ওস্তাদ আলহাজ আব্দুল মালেক মৌলভী, উপজেলা জামে মসজিদের খতিব মুফতি মোঃ বিল্লাহ হুসাইন ও গোসাইরহাট উপজেলা ইমাম পরিষদের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন উজ্জল, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সহ সংগঠনের সদস্যবৃন্দ। যেসব প্রতিষ্ঠানের আঙ্গিনায় বৃক্ষরোপন করা হয় তা হলো উপজেলা পরিষদ, গোসাইরহাট থানা, গোসাইরহাট সদর হাসপাতাল, গোসাইরহাট ফায়ার সার্ভিস, শামসুর রহমান সরকারী কলেজ, ধীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইদিলপুর সরকারী উচ্চ বিদ্যালয়, ইদিলপুর বালিকা বিদ্যালয়, গোসাইরহাট মাদ্রাসা ও দাসের জঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়। যে সব গাছ রোপন করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য ছিল কৃষ্ণচুড়া, রাধাচুড়া, অর্জুন, নিম, জাম, জারুল। বৃক্ষরোপনে সার্বিক সহযোগিতায় ছিলেন উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন (UGF) এর সদস্য আতাউর রহমান সোহেল, শিমুল শিকদার, অসিম কুন্ডু, মোয়াজ্জেম উজ্জ্বল সহ অনেকেই। ফাউন্ডেশনের মাধ্যমে মেডিকেল ক্যাম্পেইন, ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, মাদক বিরোধী প্রচার প্রচারণা, এলাকার গরীব দুঃস্থদের বিবাহ, অসুস্থ ব্যক্তিদের সহযোগিতা করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এছাড়াও সমাজের ভালো ভালো কাজের সাথে সংগঠনটি যুক্ত থাকবে বলে প্রত্যয় ব্যাক্ত করেছেন সভাপতি ইব্রাহিম ফারুক ও সাধারণ সম্পাদক কুসুম শাহজাহান
তথ্যসুত্রঃ দৈনিক রুদ্রবার্তা, 30 মে 2019, বর্তমান শরীয়তপুর.কম।
আপনার মতামত দিন