লাইব্রেরীর প্রতিষ্ঠাকাল: ১৯৭৮
লাইব্রেরী প্রতিষ্ঠাতা সম্পর্কে:
লাইব্রেরী প্রতিষ্ঠাতা রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী । সাহিত্যিক, রাজনীতিবিদ রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরীর জন্ম ১৯২১ সালের ২৬ ডিসেম্বর শরীয়তপুর জেলার দক্ষিণ বালুচর গ্রামে। বাবা সূর্যকান্ত ঘটক চৌধুরী ছিলেন ওই অঞ্চলের জমিদার। রথীন্দ্রকান্ত তুলাসার গুরুদাস উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে প্রবেশিকা পাস করে শান্তিনিকেতনে ভর্তি হন। তারপর বিদ্যাসাগর কলেজে বিএ ক্লাসে ভর্তি হলেও পরীক্ষা দেওয়া হয়নি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে শরীয়তপুর ফিরে আসেন। জমিদার পরিবারে জন্মেও জমিদার প্রথার বিপক্ষে ছিলেন। ব্রিটিশবিরোধী আন্দোলন সংগঠিত করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-উত্তরকালের দাঙ্গা ও দুর্ভিক্ষপীড়িত এলাকায় লঙ্গরখানা ও চিকিৎসাকেন্দ্র স্থাপন করেন। ব্রিটিশবিরোধী আন্দোলনের জন্য গ্রেপ্তার হন।
একপর্যায়ে কলকাতা পালিয়ে যান এবং ১৯৫০ সাল পর্যন্ত কলকাতায় ছিলেন। সে সময় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যয়, ঋত্বিক ঘটকের মতো ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় ঘটে।
বাহান্নর ভাষা আন্দোলনে রথীন্দ্রকান্ত স্থানীয়ভাবে মুখ্য ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে ২৫ মার্চের গণহত্যার পর ২৬ মার্চ শরীয়তপুরের পালং থানায় ‘সর্বদলীয় সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়।
সে অঞ্চলে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় তাঁরই সভাপতিত্বে। অসংখ্য কবিতা লিখলেও ‘পূর্বাপর’ তাঁর একমাত্র কাব্যগ্রন্থ। ব্যাপক গবেষণা করেছেন। লালন ফকির, কাঙাল হরিনাথ, গগন হরকরা, হালিম বয়াতি প্রমুখ লোকগায়ক ও গবেষককে নিয়ে গবেষণা করেছেন। মুর্শিদি, ভাটিয়ালি, কবিগান, জারিগান ও ভাওয়াইয়া গান জনপ্রিয় করায় তাঁর অসামান্য ভূমিকা রয়েছে।
১৯৭৮ সালে তিনি শরীয়তপুর পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা করেন।
রবীন্দ্রজীবনে শেষ শ্রদ্ধাবাসরের সম্মাননাপত্র লেখা ও পাঠ করার দায়িত্ব পালন তাঁর সাহিত্যকীর্তির অন্যতম উদাহরণ। ১৯৮৮ সালের ১৫ জুন তিনি মৃত্যুবরণ করেন।
লক্ষ্য উদ্দেশ্য:
- সাহিত্যমনস্ক ও জ্ঞানসমৃদ্ধ জাতি ও সমাজ গঠন করা;
- লেখক, কবি ও সাহিত্যিককে তার সৃষ্টিশীলতার বিকাশ ও প্রসার ঘটাতে উদ্বুব্ধ করা;
- সর্বসাধারণের মধ্যে লেখক, কবি, সাহিত্যিক ও তাদের প্রকাশিত পুস্তক বা গ্রন্থের পরিচিতি বাড়ানো;
- জনসাধারণকে গ্রন্থ পাঠে সচেতন ও উদ্বুদ্ধ করা।
ভবিষ্যৎ পরিকল্পনা:
সর্বসাধারণের পাঠ্যাভ্যাস বৃদ্ধি এবং জ্ঞান ভিত্তিক আধুনিক তথ্য সেবা প্রদান শরীয়তপুর পাবলিক লাইব্রেরীর প্রধানতম কাজ হওয়ায় এ কাজ সম্পাদনের আবশ্যিক পূর্বশর্ত হল জনসাধারণের চাহিদা মাফিক বই সংগ্রহ করা এবং আধুনিক তথ্য-সেবা প্রদানের সুবিধাদি নিশ্চিতকরা।
সর্বসাধারণের পাঠ্যাভ্যাস বৃদ্ধি এবং জ্ঞান ভিত্তিক আধুনিক তথ্য সেবা প্রদান শরীয়তপুর পাবলিক লাইব্রেরীর প্রধানতম কাজ হওয়ায় এ কাজ সম্পাদনের আবশ্যিক পূর্বশর্ত হল জনসাধারণের চাহিদা মাফিক বই সংগ্রহ করা এবং আধুনিক তথ্য-সেবা প্রদানের সুবিধাদি নিশ্চিতকরা।
সময়সুচী: প্রতিদিন বিকাল ৪ ঘটিকা হতে রাত ৮ ঘটিকা পর্যন্ত খোলা থাকে।
বইয়ের তথ্য: কাব্য সাহিত্য, গল্প, উপন্যাস, নাটক, আইন ও বিচার, রচনাবলী, ইংরেজি ইত্যাদি কয়েক হাজার বই রয়েছে।
লাইব্রেরীর সাথে যোগাযোগ:
মোবাইল : +880 1788-787681
ঠিকানা : শরীয়তপুর সদর উপজেলা সংলগ্ন, বটতলা, চৌরঙ্গী, শরীয়তপুর।
ইমেইল : shariatpurpubliclibrary@gmail.com
ফেসবুক পেজ : https://www.facebook.com/profile.php?id=100086610117344
আপনার মতামত দিন