শরীয়তপুর জেলা প্রশাসকের বাসভবন

শরীয়তপুর-মাদারীপুর হাইওয়ের পশ্চিম পাশে জেলা প্রশাসকের বাসভবন অবস্থিত। ১৩৩৭-৩৮ বাংলা সনে নির্মিত ঐতিহ্যবাহী এ ভবনটির নির্মাতা মুকুন্দপাল। ১৯৭৭ সালে অধিগ্রহণ করে মহকুমা শাসকের বাসভবন করা হয়। পরবর্তীকালে ১৯৮৪ সালে এটিকে জেলা প্রশাসকের বাসভবন হিসেবে রূপান্তর করা হয়। প্রাথমিক অবস্থায় এই ভবন চত্বরে জেলার রেকর্ডরুম, আনসার অফিস, ভিপি অফিস, নির্বাচন অফিসারের অস্থায়ী দপ্তর ছিল। ৪৬৮.৩৮ বর্গফুটের দুইতলা ভবনটি সবুজে ঘেরা ৮.২৫ একর জমির মধ্যমণি হয়ে অবস্থান করছে । বাসভবন প্রাঙ্গণে রয়েছে তিনটি পুকুর রয়েছে এবং প্রাঙ্গণটির চারপাশের বৃক্ষরাজির মধ্যদিয়ে চলে গেছে “Walk way” (প্রতিষ্ঠাকাল ০৬ জুন ২০১২)। ভবনটির দোতলার সম্মুখভাগে রয়েছে একটি সুন্দর বারান্দা যার নাম অবসর” (প্রতিষ্ঠাকাল ১২ সেপ্টেম্বর ২০১৪) এবং নেচতলার সম্মুখভাগে রয়েছে বসার জন্য গোলঘর যার নাম “ক্ষণিকা” (প্রতিষ্ঠাকাল ২২ জানুয়ারি ২০১৬)। এছাড়া রয়েছে ফুল বাগান, সবজি বাগান, বিভিন্ন ফলের বাগান আর নয়নাভিরাম একটি প্রবেশদ্বার (নির্মাণাধীন)।

 

তথ্য ও ছবি: সোনালী সেতুর শ্যামল ভুমি শরীয়তপুর, প্রকাশক: জেলা প্রশাসক শরীয়তপুর।

 

আপনার মতামত দিন