মুক্তিযুদ্ধ চলাকালে এ পোস্টার মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। শিল্পী ঃ দেবদাস চক্রবর্তী (১৯৩২- ২০০৮) জন্ম স্থান ঃ শরীয়তপুর সদর থানার দেওভোগ গ্রামে। সুত্রঃ প্রথম আলো, সামু ব্লগ, শরীয়তপুর অতীত ও বর্তমান ( আবদুর রব শিকদার)।
আপনার মতামত দিন