ভর্তি শুরু: ১ ডিসেম্বর ক্লাস শুরু
১ জানুয়ারী
বিভাগ সমূহ: নাজেরা, হিফজ নূরানী
ধরণ: আবাসিক, অনাবাসিক
শ্রেনী: প্লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত
মাদরাসার বৈশিষ্ট্য সমূহ:
- হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদ্বারা হিফজুল কুরআন পাঠদান।
- যুগপযোগী সিলেবাস দ্বারা পাঠদান।মাতৃস্নেহে মনোরম পরিবেশে পাঠদান।
- ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সিলেবাস ভিত্তিক পাঠদান।
- প্রত্যেক শিক্ষার্থীকে ব্যক্তি জীবনে সুন্নত তরিকা অনুযায়ী আমল ও আখলাকের অনুসারী হিসেবে গড়ে তোলা।
- আধুনিক ও নৈতিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান।
- আবরী শিক্ষার পাশাপাশি বাংলা, ইংয়েজী, গণিত, ইতিহাস ও সাধারণ জ্ঞানের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান।
- সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ।
- গরীব অসহায় ও মেধাবী ছাত্রদের জন্য থাকা খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে। শ্রেণিকক্ষ এবং মাদরাসা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
- ওস্তু ও গোসল করার জনল পানির ট্যাপ এর ব্যবস্থা রয়েছে।
সার্বিক যোগাযোগ: হাফেজ গোলাম মাওলা, মুহতামিম, অত্র মাদরাসা। 01703-964442, 01727-765705
আপনার মতামত দিন