মহিসার গণকবর

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিসার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অবস্থিত এ গণকবরস্থান। একাত্তর সালের ১৮/১৯ জুলাই স্টুয়ার্ড মুজিবের নেতৃত্বে অর্ধশত মুক্তিযোদ্ধার একটি দুর্ধর্ষ গেরিলা দল (এফএফ) ভেদরগঞ্জ থানা আক্রমণ করে। আধুনিক অস্ত্রে সজ্জিত পাক বাহিনী ও তাদের দোসর রাজাকারদের বিরুদ্ধে হালকা অস্ত্র ও অদম্য সাহস এবং মনোবল নীয়ে প্রচণ্ড যুদ্ধে তারা লিপ্ত হয়। আর এ যুদ্ধে শহীদ হয় বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী মিয়া। মহান মুক্তিযুদ্ধে তিনি শরীয়তপুরের প্রথম শহীদ। এই যুদ্ধে আক্কাস সহ মোট ১০ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ভেদরগঞ্জের মহিষার কবরস্থানে এ শহীদরা ঘুমিয়ে আছেন। সে সময় থেকে এটিকে গণকবরস্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

 

তথ্যসুত্র: বাংলাদেশ.গভ.বিডি

আপনার মতামত দিন