কে হবেন লাখপতি?
ঈদের কেনাকাটায় নগদ পুরস্কার সর্বমোট ৩ লক্ষ টাকার ৫০ টি পুরস্কার!
বি বি শপিং মল – BB Shopping Mall এ মাত্র এক হাজার টাকার পণ্য কিনে পেতে পারেন এক লক্ষ টাকা । অবিশ্বাস্য এই অফারে উপহার হিসাবে আরো আছে, এলইডি টিভি, ফ্রিজ, স্বর্ণের চেইন, ঢাকা – কক্সবাজার – ঢাকা বিমানের টিকেট, ওভেন সহ দারুন সব পুরস্কার।
* প্রতি এক হাজার টাকার কেনা কাটায় পাবেন একটি কুপন। এই অফার চলবে ঈদ পর্যন্ত
* কুপনের ছোট অংশ বি বি শপিং মল – BB Shopping Mall এ রক্ষিত গ্লাস বক্স এ জমা করুন এবং বড় অংশ আপনার কাছে সংরক্ষণে রাখুন।
* ড্র অনুষ্ঠিত হবে ইদের পরদিন বিকাল চারটায়, যা সরাসরি ফেসবুক লাইভ এ প্রচারিত হবে।
* বিজয়ী তার পুরস্কার গ্রহণ করবেন।
মেম্বারশিপ কার্ড থাকলেই ১০% ই-বিবি ক্যাশ ব্যাক
মেম্বারশিপ কার্ড নীতিমালা
* কমপক্ষে ১০০০ টাকার কেনাকাটায় যে কোনো গ্রাহক পাবেন একটি বিবি মেম্বারশিপ কার্ড।
* কার্ডটি প্রদর্শন করে প্রতি কেনাকাটায় পাবেন ১০ শতাংশ বোনাস পয়েন্ট (প্রতি ১ পয়েন্ট সমান সমান এক টাকা) ।
* প্রথমবার কার্ড নেয়ার সময় অতিরিক্ত ৫০ পয়েন্ট পাবেন।
* কার্ডে বা মোবাইল নম্বর এর বিপরীতে যে পরিমাণ পয়েন্ট অর্জন করবেন তা থেকে গ্রাহক কেনাকাটা করতে পারবেন এখানে ১ পয়েন্ট সমান সমান একটাকা মূল্যমান ধরা হবে।
* কার্ডে ন্যূনতম ১০০ পয়েন্ট ব্যালেন্স সব সময় থাকতে হবে অর্থাৎ ১০০ পয়েন্টের ওপরে যত পয়েন্ট থাকবে আপনি কেনাকাটার সময় তত পয়েন্টে ব্যবহার করতে পারবেন।
* পরবর্তীতে কেনাকাটা করার সময় মূল্য পরিশোধের ক্ষেত্রে সর্বোচ্চ অর্ধেক পরিমাণ বিল পয়েন্ট থেকে দেয়া যাবে, বাকি অর্ধেক টাকা নগদে পরিশোধ করতে হবে। উদাহরণস্বরূপ আপনি ২০০ টাকার কেনাকাটা করলে ১০০ টাকা নগদে পরিশোধ করবেন এবং বাকি ১০০ টাকা পয়েন্ট থেকে কেটে নেওয়া হবে।
* প্রতিটি মেম্বারশিপ কার্ড এর সাথে গ্রাহক পাবেন ৫ টি রেফার কার্ড যা তিনি তার বন্ধুবান্ধব আত্বীয় স্বজনকে দিবেন। তাদের কেনাকাটার ক্ষেত্রে তারা পাবেন নির্দিষ্ট ছাড় এবং রেফার কারি পাবেন ৫ শতাংশ বোনাস পয়েন্ট। এই বোনাস পয়েন্ট রেফার কারির কার্ড নাম্বারে বা মোবাইল নাম্বারে যোগ হবে।
* মেম্বারশিপ কার্ড নিয়ে কোন ধরনের মতানৈক্য হলে বিবি শপিং মল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
* বিবি শপিংমল কর্তৃপক্ষ যেকোনো সময় এই নীতিমালা পরিবর্তন বা পরিবর্ধন বা বাতিল করতে পারবেন।
প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে বা অর্ডার করতে বা ডেলিভারি সংক্রান্ত তথ্য জানতে ইনবক্স করুন।
ইনবক্স করতে ক্লিক করুনঃ https://m.me/bbbigbazarএই পাতাটি বিবি শপিং মল কর্তৃক যাচাইকৃত।
বিবি শপিং মল সাশ্রয়ী মূল্যে সকল পণ্য - সবার জন্য
অভিযোগ -মতামত ও পরামর্শ:
+880 1400401071
মতামত ও অর্ডার নিতে ফেসবুক গ্রুপঃ
BB Offer & Review | বি বি শপিং মল
অর্ডার ও তথ্য জানাতে মেসেঞ্জার ইনবক্সঃ
https://m.me/bbbigbazar
আপনার মতামত দিন