নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)

(শরীয়তপুর জেলার বেসরকারী উন্নয়ন সংস্থা/ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান) 

রেজিষ্ট্রেশন বিষয়ক তথ্য এমআরএ ০০০৪৬-০০৩২৭-০০৪২২

এনজিও ব্যুরো-৯৬৪

সমাজসেবা অধিদপ্তরঃ শরী-৩৯

জয়েন্ট স্টক কোম্পানীঃ ৭২৮/১৩

 

ভিশন : একটি সুখী – সমৃদ্ধ এবং সুষম ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা।

মিশন: দরিদ্র মানুষের আর্খ- সামাজিক অবস্থা উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যমুক্ত ও মর্যাদাশীল সমাজ গঠন। নারীর ক্ষমতায়ন ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা । সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল) বাস্তবায়নে সহায়তা করা।

উদ্দেশ্যাবলী 

  1. নুসার উদ্দেশ্য জনগনের আর্থ- সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা যেখানে থাকবে না কোন শোষণ, নিরক্ষরতা, রোগব্যাধী, সন্ত্রাস, জেন্ডার বৈসম্য ও জনসংখ্যা সমস্যা।

2। নুসা এমন মানুষের সাথে কাজ করে যাদের জীবন চরম দারিদ্রতা, নিরক্ষরতা, রোগবালাই সহ অন্যা্য় প্রতিবন্ধকতায় জর্জরিত। নানামূখী উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে নুসা দারিদ্র জনগণের জীবনের ইতিবাচক গুনগত পরিবর্তন আনতে চায়।

  1. নুসা মানবাধিকার রক্ষা, অপরের প্রতি সম্মান প্রদর্শন ও জেন্ডার সমতা আনয়নের লক্ষ্যে মানুষের সামাজিক, অর্থনৈতিক ও মানবিক দক্ষতা উন্নয়নে সর্বদা দৃর প্রতিজ্ঞ। যদিও নুসা ব্যক্তিগত পর্যায়ে কাজের গুরুত্ত্ব প্রদান করে, তার পরেও সংস্থার স্থায়িত্ব নির্ভর করে বিশেষ একটি পরিবেশের উপর যাতে গরীব জনসাধারণ দারিদ্রদের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসতে পারে। এ পর্যায়ে নুসা জাতীয় ও আন্তজার্তিকভাবে দারিদ্র নিরসন ও সামজিক উন্নয়ন সংক্রান্ত নীতি নির্ধারন স্তরে কাজ করার চেষ্টা করে থাকে।

http://www.nusabd.org/contact.html

Head Office

Post: Naria
Shariatpur, 8020

Tel: (+88) 06-0159154
Mob: (+88) 01718239745
email: nusa_bd@yah

Dhaka Office

Plot # 30A, Road # 4, Sector # 3
Uttara Model Town Dhaka, 1230

Tel: (+88) 02-8912840
Fax: (+88) 02-8914006

Main Contact Person

Ms. Majeda Shawkat Ali
Chief Executive Director, NUSA
Tel: (+88) 02-
Mob: (+88) 01713314837
(+88) 01819410913
email: majeda.shawkat@gmail.com

সুত্র:

http://www.shariatpur.gov.bd,

http://www.nusabd.org/contact.html

 

ঠিকানা ও যোগাযোগঃ

নড়িয়া, শরীয়তপুর। মোবাইল: 01716482657

http://www.nusabd.org/

আপনার মতামত দিন