Trinomul Students Welfare Association
প্রতিষ্ঠার প্রেক্ষাপট: ২০০৩ সালের ১৩ ফেব্রুয়ারি বিকাল ৪:০০ টায় আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০০ এবং এসএসসি ব্যাচ-২০০১ সালের এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠিত হয় তৃণমূল ছাত্রকল্যাণ সংগঠন। সেসময়ে আব্বাস আলী উচ্চ বিদ্যালয় ছিল উত্তর ও দক্ষিণ তারাবুনিয়ার একমাত্র মাধ্যমিক বিদ্যালয়। কিন্তু শিক্ষার্থীদের সার্বিক দিক নির্দেশনা দেওয়ার মতো ছিল না কোন ছাত্রকল্যাণ সংগঠন।তাই এই অঞ্চলের শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনা দেওয়ার জন্য এবং সরকারি বোর্ড বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুত করার লক্ষ্যে গড়ে তোলা হয় তৃণমূল ছাত্রকল্যাণ সংগঠন। প্রথমদিকে শিক্ষার্থীদের বার্ষিক উপবৃত্তি পরীক্ষা নেওয়া এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সেমিনার আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে সংগঠনের কার্যক্রম সম্প্রসারিত করা হয়।
লক্ষ্য: উত্তর ও দক্ষিণ তারাবুনিয়াকে শিক্ষিত ও আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলা।
উদ্দেশ্য: উত্তর ও দক্ষিণ তারাবুনিয়ার সহ সখিপুর শরীয়তপুরের সাধারণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করা।
ভবিষ্যত পরিকল্পনা:
১।প্রতি বছর বিজ্ঞানমেলা আয়োজন করা। (২০২৩ সাল থেকে কার্যক্রম চলমান)
২। সংগঠনকে সমাজসেবা অধিদপ্তর এ নিবন্ধন করা।( কার্যক্রম চলমান)
বর্তমান কার্যক্রম:
১।বাৎসরিক উপবৃত্তি পরীক্ষা আয়োজন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।
২। মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা।
৩। দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান।
৪। শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন।
৫। কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা।
৬। বৃক্ষরোপণ কর্মসূচি।
৭। মেডিকেল ক্যাম্প।
উল্লেখযোগ্য কার্যক্রম:
১।বাৎসরিক উপবৃত্তি পরীক্ষা আয়োজন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।
২।কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা।
বর্তমান কমিটি:
সভাপতি: আবু বকর ছিদ্দিক,
সাধারণ সম্পাদক: মোঃ খোকন মাহমুদ,
সাংগঠনিক সম্পাদক: মোঃ সুমন মাহমুদ জয়
আপনার মতামত দিন