খান বাহাদুর খলিলুর রহমান সিকদার এর বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের লার্কাতায় অবস্থিত। এই বাড়িটি লাকার্তা সিকদার বাড়ি নামে সুপরিচিত এবং বাড়িটি মনোরম পরিবেশের এক দর্শনীয় স্থান। বাড়ীটির সামনে রয়েছে প্রসস্ত প্রাঙ্গন আর পিছনে রয়েছে বিভিন্ন প্রকার ফল-ফলাদির বাগান। ভবনটি ১৯৩৪ সালে বৃটিশ আমলে নির্মিত হয়। খলিলুর রহমান এর ভ্রাতুষপুত্র শরীয়তপুর জেলা আওয়ামী লীগ এর সভাপতি (বর্তমানে জেলা পরিষদ চেয়ারম্যান) জনাব ছাবেদুর রহমান খোকা সিকদারের নিবিড় তত্তাবধানে এর উজ্জ্বল্য অনেকটা বৃদ্ধি পেয়েছে ।
কিভাবে যাওয়া যায়: শরীয়তপুর সদর হতে বাসে ভেদরগঞ্জ উপজেলায়, এর পর রিক্সা অথবা অটোইঞ্জিন চালিত গাড়িতে খান বাহাদুর খলিলুর রহমান সিকদার এর বাসস্থানবাসস্থানে যাওয়া যায়।
তথ্য সুত্র: ব্রান্ডিং বুক, সোনালী সেতুর শ্যামল ভুমি (প্রকাশক : শরীয়তপুর জেলা প্রশাসক)।
আপনার মতামত দিন