70 Views
ইফতেখার আমিন। জন্ম ১৭ ডিসেম্বর ১৯৮২, জাজিরা, শরীয়তপুর। লেখালেখির শুরু ব্লগিংয়ের মাধ্যমে। মুক্তিযুদ্ধ নিয়ে ইতিপূর্বে তাঁর লেখা গবেষণাগ্রন্থ ‘একাত্তরের দালালনামা’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ রেফারেন্স বই হিসেবে অর্ন্তভুক্ত এবং গুণীজন সমাদৃত হয় ।
ইফতেখার আমিন শুধু লেখক নন প্রকাশকও,তিনি সৃষ্টিশীল প্রকাশনা প্রতিষ্ঠান শব্দশৈলীর স্বত্তাধিকারী।
আপনার মতামত দিন